নতুন পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪ । ই পাসপোর্ট আবেদনের কতদিনের মধ্যে টাকা জমা দিতে হয়|

আরো পড়ুন
নগদে বিদ্যুৎ বিলের চার্জ কত | বিকাশে বিদ্যুৎ বিলের চার্জ কত| রকেটে বিদ্যুৎ বিলের চার্জ কত ২০২৪|
হিরো সাইকেলের দাম ও ছবি বাংলাদেশ ২০২৪
ইকো প্লাস ফ্রিজ এর দাম কত 2024 | ইকো প্লাস ডিপ ফ্রিজ 2024
নতুন ই পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে ২০২৪| এই পাসপোর্ট আবেদনের কতদিনের মধ্যে টাকা জমা দিতে হয় আপনি জানেন কি?
নতুন পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে
নতুন পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো| বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে| এবং এই পাসপোর্ট এর আবেদনের কতদিনের মধ্যে টাকা জমা দিতে হয়| আপনারা যারা নতুন পাসপোর্ট এর বিষয় জানতে চাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন করছেন| তারা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন|
আপনাদের সুবিধার জন্য নিচে নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং এই পাসপোর্ট এর আবেদনের কতদিনের মধ্যে টাকা জমা দিতে হয় সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করব এই আর্টিকেলে মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হবেন নতুন পাসপোর্ট এর সম্পর্কে জানতে নিচে বিস্তারিত করুন|
আরো পড়ুন
হলুদ গাছের উপকারিতা| হলুদ গাছের ব্যবহার|হলুদ গাছের পাতা
নতুন পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে
1 পাসপোর্ট আবেদন ফরম -1 ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করুন| ফ্রম দুটি সঠিকভাবে পূরণ করতে হবে|
2 ফরমের চতুর্থ পৃষ্ঠায় একজন সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে|
3 দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে| তবে আবেদনকারী 15 বছরের কম অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হলে বাবা ও মায়ের দুই কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে| ছবি লাগানোর পর তা সত্যায়িত করতে হবে|
4 জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম সনদপত্রের দুই কপি সত্যায়িত করে নিতে হবে|
5 ইঞ্জিনিয়ার, ডাক্তার ,গাড়ি চালক কিংবা অন্যান্য কারিগরি পেশায় জড়িতদের ক্ষেত্রে পেশাগত সনদপত্র সত্যায়িত করে সংযুক্ত করতে হবে|
6 অফিসিয়াল পাসপোর্ট আবেদন করার জন্য সরকারি আদেশ তথা গভর্নমেন্ট অর্ডার বা জিও সংযুক্ত করতে হবে| অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের ক্ষেত্রে পেনশন বুকের ফটোকপি প্রদান করলে সাধারণ ফ্রিতে জরুরি সেবা পাবেন|
আশা করি আপনারা যখন পাসপোর্ট করতে যাবেন তখন এই ডকুমেন্টগুলোর সাথে নিয়ে গেলে আপনারা আপনাদের নিজেদের পাসপোর্ট নিজেরাই করতে পারবেন
পাসপোর্ট করতে পেশা সম্পর্কিত হলে কি কি কাগজ লাগে
পাসপোর্ট করতে পেশা সম্পর্কিত হলে কি কি কাগজ লাগে
ছাত্রদের পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র গুলো লাগে
এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র
দুই স্টুডেন্ট আইডি কার্ড
সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো নিচে দেওয়া হলো
এক জিও অথবা এনওসি
দুই পেনশন বুক বা পিআরএল অর্ডার
পাসপোর্ট করতে পেশা সম্পর্কিত হলে কি কি কাগজ লাগে
আবেদনকারীর বয়স যদি ছয় বছরের কম হয় তাহলে পাসপোর্ট করতে যা যা লাগবে
আবেদনকারীর বয়স ৬ বছরের কম হলে পাসপোর্ট করতে যা যা লাগবে তা সম্পর্কে নিচে আলোচনা করা হলো
3 আর সাইজের ল্যাব প্রিন্ট ব্যাকগ্রাউন্ড গ্রে ছবি দাখিল করতে হবে|
মাথা ও পিতা জাতীয় পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে|
বি আর সি ইংলিশ ভার্সন অনলাইন জন্ম নিবন্ধন সনদ
আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পাসপোর্ট করতে যা যা লাগবে
1 মাথা বা পিতার জাতীয় পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে|
02 বি আর সি ইংলিশ ভার্সন অনলাইন জন্ম নিবন্ধন সনদ|
বয়স ১৮ থেকে ২০ বছর হলে পাসপোর্ট করতে যা যা লাগবে
1 মাথা বা পিতার জাতীয় পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে|
02 বি আর সি ইংলিশ ভার্সন অনলাইন জন্ম নিবন্ধন সনদ|
জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট আবেদনকারীর বয়স ২০ বছরের বেশি হলে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক লাগবে|
ই পাসপোর্ট করতে কি কি লাগে
ই পাসপোর্ট আবেদনের জন্য খুব বেশি কাগজপত্র দরকার হয় না|

এবং সত্যায়িত করানোরও প্রয়োজন হয় না |
এই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র যা লাগে সেগুলো নিচে দেওয়া হল
01 অনলাইনে আবেদনের সারসংক্ষেপ বা সামারি
02 আবেদন কপি
03 জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
04 ঠিকানার প্রমাণপত্র অথবা ইউটিলিটি বিলের কপি এই ক্ষেত্রে প্রযোজ্য
05 পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি ও অরিজিনাল পাসপোর্ট
06 পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কপি শিশুদের ক্ষেত্রে আবশ্যিক
07 পেশাগত সনদের ফটোকপি বা চাকুরীর আইডি কার্ডের যেমন পেশাজীবীর ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাব রক্ষক, আইনজীবী ইত্যাদি
08 নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট
ই পাসপোর্ট এর টাকা জমা দেওয়ার জন্য কি কি লাগে
আপনি যদি অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এর আবেদন করে থাকেন| তাহলে এই পাসপোর্ট এর আবেদন ফ্রি জমা দেওয়া লাগবে| আবেদন ফি জমা দেওয়ার জন্য যে সমস্ত প্রয়োজন হবে সেগুলো নিচে আলোচনা করা হলো |
01 পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা এবং মেয়াদ
02 পাসপোর্ট ডেলিভারির ধরন সাধারণ না জরুরি
03 জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের নম্বর
04 পাসপোর্ট অনুসারে আপনার নাম
05 পাসপোর্ট আবেদন অনুসারে আপনার ঠিকানা
06 পাসপোর্ট আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার
যে সকল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যায়
আপনি চাইলে অনলাইনে অফলাইনে বিভিন্ন রকমের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন |আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন সেই ব্যাংকগুলোর নাম নিচে দেওয়া হল |
01 ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
02 অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশ
03 প্রিমিয়ার ব্যাংক
04 ইস্টার্ন ব্যাংক
05 ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
06 ইসলামী ব্যাংক বাংলাদেশ
07 কমার্স ব্যাংক
08 ব্র্যাক ব্যাংক
09 ওয়ান ব্যাংক
10 সোনালী ব্যাংক
11 এনআরবি কমার্শিয়াল ব্যাংক
12 এবি ব্যাংক
13 সাউথ ইস্ট ব্যাংক
উপরের ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে অনলাইনে কিংবা অফলাইনে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন|
উপসংহার
উপরে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে নতুন পাসপোর্ট তৈরি অথবা বানাতে কি কি ডকুমেন্ট লাগবে |এবং এই পাসপোর্ট আবেদনের কতদিনের মধ্যে টাকা জমা দিতে হয়| এবং আরও পাসপোর্ট এর বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে| আশা করি এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন| যদি আমাদের লেখা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন|